Flag Counter

ত্বকের যত্নে মসুরের ডাল


ত্বকের যত্নে মসুরের ডাল

আমাদের দৈনন্দিন ব্যস্ততম জীবনে ত্বকের প্রতি খেয়াল রাখা হয় না। গরমে সূর্যের কড়া রোধে ত্বক পুড়ে কালো হয়ে যায়। ত্বকের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি। এবার ত্বকের যত্নে আপনাদের কাছে নিয়ে এসেছি মসুরের ডাল। কিন্তু এ মসুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারী এটা আমরা সবাই হয়তো জানি না।
মসুর ডালের উপকারিতা-
– ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে।
– ত্বকের কালচে ভাব দূর করে।
– ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে।
– ত্বকের বলিরেখা দূর করে।
– রঙ ফর্সা করে।
– ত্বকের লুকানো ময়লা পরিষ্কার করে।
মসুরের ডালের প্যাক তৈরির নিয়ম:
মসুরের ডালকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ডালের পেস্ট তৈরি করুন। এর মধ্যে ২ চামচ দুধ দিন। এরপর মিক্স করে ভাল করে পেস্ট তৈরি করুন। এবার আপনি মসুরের ডালের প্যাকটিকে আপনার ত্বকে প্রতিদিন ১ বার করে ব্যবহার করুন।
খুব তাড়াতাড়িই আপনি এর সুফল দেখতে পারবেন।

Related Posts:

  • হালকা সাজেই সুন্দরী সাধারণত কোনো গেট টুগেদার কিংবা জমকালো অনুষ্ঠান ছাড়া হালকা সাজই যথেষ্ট। সময়টা এখন শীতের শেষভাগ। এ সময়টা পার্টি কিংবা যে কোনো হালকা সাজে আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন অনায়াসেই। এ ছাড়া সাজসজ্জার বিভিন্ন উপকরণ আপনার স্বাভাবিক… Read More
  • ব্রণের ক্ষত দাগ সারানোর ৩টি উপায় ব্রণের সমস্যা যেকোন বয়সের মানুষের ত্বকেই দেখা দিয়ে থাকে বিশেষ করে টিনএজারদের ত্বকে ব্রণ সবচেয়ে বেশি হয়ে থাকে। ব্রন স্বাভাবিক ভাবেই ত্বকের সৌন্দর্য নষ্ট করে থাকে কিন্তু সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন ব্রণের ক্ষত দাগ আ… Read More
  • কিশোরীর স্তন বড় হয়ে যাওয়া অনেক সময় কিশোরী বয়সে অর্থাৎ মেয়েদের বয়োসন্ধির সময় স্তন বিশাল বড় হয়ে যেতে দেখা যায়। অনেক মেয়ে প্রথম গর্ভধারনের সময় ও এমন সমস্যায় পরতে পারে। বয়োসন্ধির সময় ইস্ট্রোজেন (Oestrogen) হরমোনের প্রভাবে মেয়েদের স্তন এর … Read More
  • চোখের মারাত্মক অসুখ ! কাজলমাখা ডাগর চোখের দিন ফুরিয়েছে অনেক আগেই। এখন আর জন্মসূত্রে ডাগর আঁখিপল্লবের দরকার হয় না। সাধারণ চোখকেও নয়নমোহিনী করে তোলে আইলাইনার-মাশকারা আরো কত কী? সময়ের একজন আধুনিক নারী হিসেবে চোখ সাজাতে প্রসাধনী বেশির ভাগেরই নিত্যদি… Read More
  • আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে যে খাবারগুলো আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে।কিন্তু যত যাই ব্যবহার করি না কেন ত্বকে তা হয়তো অল্প কিছু সময়ের জন্য উজ্জ্বলতা নিয়ে আসে তারপর বিরক্ত হয়ে যখন আপনি আবার সব রূপচর্চা করা বন্ধ করে দিবেন তখন ত… Read More

0 comments:

Post a Comment