Flag Counter

ত্বকের অ্যালার্জি

ত্বকের অ্যালার্জি

গরমে ঘাম হলে এবং ধুলাবালির কারণে অনেকের ত্বকে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ ঘটে। এর ফলে চুলকানি, র‌্যাশ, অ্যালার্জির সমস্যা দেখা যায়। এ থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতা দরকার।

* যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন, তারা কাঁচা হলুদ বাটা ও শশার রস লাগালে উপকার পাবেন।

* গাজরের রস বা দুর্বাঘাসের রস লাগালেও উপকার পাবেন।

* ধুলাবালি ও কোলাহলপূর্ণ স্থান এড়িয়ে চলতে চেষ্টা করুন।

* আরামদায়ক, নরম ও সূতি কাপড়ের পোশাক পরুন। যাতে পোশাকটি সহজেই ঘাম শুষে নেয়।

সমস্যা বেশি হলে বিশেষজ্ঞের পরামর্শ মতো ছত্রাকনাশক ক্রিম, লোশন ও পাউডার ব্যবহার করুন।

Related Posts:

  • ঔষধি গুণে ভরা পুদিনা পাতা প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা পাতা। খাদ্য হিসেবে পুদিনা অবহেলিত হলেও ওষুধ হিসেবে অবহেলিত নয় মোটেও। বরং যত দিন যাচ্ছে তত গবেষণা হচ্ছে পুদিনা ও পুদিনার মতো ভেষজ উদ্ভিদ নিয়ে, আর ততই মানুষ জানছে … Read More
  • পেঁয়াজে এত রোগ সারে জানতেন? পেঁয়াজে প্রচুর পরিমাণ সালফার থাকে। চিকিৎসকদের মতে, এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাংগাল গুণ সাধারণ সর্দি, কাশি থেকে হার্টের সমস্যাও দূরে রাখতে পারে।      যাদের কাঁচা পেঁয়াজ খেতে ভাল না লাগে তারাও এর উপ… Read More
  • জেনে নিন ঘরে বসে আঁচিলের চিকিৎসা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের আক্রমণের কারণে আঁচিল হয়। এর কারণে আমাদের সুন্দর মুখে ভাটা পড়ে যায়। আঁচিল সাধারণত গলায়, স্তন, আঙুলের ভাঁজে, চোখের পাতায় বা শরীরের স্পর্শকাতর ভাঁজে হয়ে থাকে। অনেক সময় আঁচিল এমনিতেই সেরে যায়। … Read More
  • গর্ভাবস্থায় যে ১০ টি উপসর্গ দুশ্চিন্তার কারণ নয় গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওয়া, বমি হওয়া এবং অবসাদগ্রস্ত হওয়া সম্পর্কে সবাই জানেন। এই সময়ে শরীরে হরমোন পরিবর্তনের ফলে আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে যেগুলোতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ১. সাদা স্রাব নিঃসরণ : লিউকো… Read More
  • যে খাবারে হার্ট থাকে সুস্থ বর্তমানে হৃদরোগের প্রকোপ বেড়েই চলেছে। সারা বিশ্বে প্রতিদিন শুধুমাত্র হার্ট অ্যাটাকের কারণে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। আপনার হার্ট সুস্থ রাখতে হলে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কিছু খা… Read More

0 comments:

Post a Comment