Flag Counter

ঠোঁটের গোলাপী রঙ ধরে রাখার উপায়


ঠোঁটের গোলাপী রঙ ধরে রাখার উপায়

মুখের মধ্যে সবচেয়ে কোমল ও সুন্দর জায়গাটি হলো ঠোঁট। আর এই ঠোঁটকে সুন্দর রাখতেই লিপস্টিক ও লিপগ্লসের চাহিদা তুঙ্গে। কিন্তু বিভিন্ন কারণে ঠোঁট কালচে হয়ে যেতে পারে এবং ঠোঁচের ত্বকে দেখা দিতে পারে রুক্ষতা। অতিরিক্ত রোদ, চা-কফি বেশি পরিমাণে খাওয়া, কমদামি লিপস্টিক, ধূমপান ইত্যাদি কারণে ঠোঁট কালো হয়ে যায়। ঠোঁট একবার কালো হলে তার রঙ ফিরিয়ে আনা বেশ কঠিন। তবে ঘরে বসেই যদি ঠোঁচের গোলাপী রঙ ফিরিয়ে আনা যায় তবে কেমন হবে? যারা নিজের ঠোঁট সুন্দর রাখতে চান তাদের জন্য রইল কিছু টিপস।
সমপরিমাণ লেবুর রস ও মধু মিশিয়ে ঠোঁটে লাগান। একঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। মিশ্রণটি ফ্রিজে রেখে যতবার ইচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। কিছু দিনের মধ্যেই ঠোঁটের রঙের পরিবর্তন চোখে পড়বে।
ঠোঁট শুকনো থাকলে তা রোদের সংস্পর্শে এসে কালো হয়ে যায়। তুলাতে খানিকটা গ্লিসারিন লাগিয়ে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে মেখে নিন। সারা রাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন। এতে ঠোঁটের শুষ্কতা ও কালচে রঙ দুটোই কমে আসবে।
প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস জল খান। শরীরে পানির পরিমাণ কম হলে তার প্রভাব ঠোঁটের রঙের উপরে পড়ে।
ঠোঁটে ব্যবহার করার লিপস্টিক, গ্লস বা বাম কি মানের ব্যবহার করছেন সেদিকে সচেতন থাকুন। কমদামি ও খারাপ মানের প্রসাধনী একেবারেই ব্যবহার করবেন না। এতে খাপার কেমিক্যাল ও রঙ ব্যবহার করা হয় যা আপনার ঠোঁটের পক্ষে ক্ষতিকর।
আমন্ড অয়েল সাধারনত চুল ও ত্বকে ব্যবহার করা হয়। এই তেল কিন্তু ঠোঁটের জন্যও বেশ উপকারি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে আমন্ড অয়েল লাগিয়ে নিন। কয়েকদিনের মধ্যেই প্রভাব চোখে পড়বে।
প্রতিদিন সামান্য পরিমাণে শসার রস ঠোঁটে লাগাতে পারেন। নিয়মিত ব্যবহার করলে তফাৎ বুঝতে পারবেন। একটুকরো লেবুতে চিনি লাগিয়েও ঠোঁটে ঘষতে পারেন। এতেও উপকার পাবেন।
ধূমপানের অভ্যাস থাকলে ঠোঁট ভালো রাখার জন্য অবশ্যই তা ত্যাগ করতে হবে। সঙ্গে অতিরিক্ত চা বা কফি খাওয়া চলবে না।

Related Posts:

  • ৩০ বছর বয়সে যেসব টেস্ট অবশ্যই করা উচিত বয়সের সাথে বাড়ে শারীরিক জটিলতা৷ কিছু রোগের সূত্রপাত শুরু হয় ৩০ বছর বয়স থেকেই৷ তাই এই সময় থেকেই কিছু পরীক্ষা করে রাখা প্রয়োজন৷ এইসব পরীক্ষা আপনার শারীরিক সুস্থতা বুঝতে সাহায্য করবে৷ দেখে নিন চিকিৎসকদের মতে কী কী পরীক্… Read More
  • ৭টি আয়ুর্বেদিক উপায় ত্বক পরিস্কারের জন্য কাঁচা দুধ মুখের ত্বকের উপরিভাগ ও রোমকূপের গোড়া পরিস্কার করার সব চাইতে প্রাচীন পদ্ধতি হলো কাঁচা দুধ। ত্বকের উপরিভাগ ও রোমকূপের গোড়ার ময়লা যা চোখে ধরা পড়ে না এবং ফেসওয়াস দিয়েও পরিষ্কার করা যায় না, তা দূর… Read More
  • জিমে না গিয়েই ওজন কমান সাধারণত যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি ক্যালরির খাবার নিয়মিত গ্রহণ করি, তখন আমাদের ওজন বৃ্দ্ধি পায়। ওজন কমানোর উপায় হচ্ছে কম ক্যালরির খাবার গ্রহণ করা এবং শারিরিক কাজের মাধ্যমে অতিরিক্ত ক্যালরি খরচ করা। শুনতে এটা খুবই সাধার… Read More
  • কর্মজীবী মহিলাদের জন্য শীতে ত্বকের যত্ন লাইফ স্টাইল:  শীত আসছে আসছে করে চলেই এল। এ ঋতুতে ত্বকের যত্ন নেয়াটা খুব জরুরী। তাই এই শীতে নারী বিশেষ করে কর্মজীবী মহিলাদের জন্য কিছু বিশেষ টিপস। শীত শুরুর এ সময়টায় বাতাস থাকে শুষ্ক। হয়তো কারও কারও এখনই শুরু হয়েছ… Read More
  • শীতে কোন ধরনের ত্বকের কেমন যত্ন নিবেন কুয়াশা আর ঠাণ্ডা বাতাস ইতোমধ্যেই জানান দিয়েছে শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তনে তাই শুরু হয়েছে ত্বকের নানা সমস্যা। এ সময় ত্বক রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে যাওয়ায় দরকার একটু বাড়তি যত্নের। নিয়মিত যত্নে শীতেও ত্বক হয়ে উঠবে মসৃণ এবং স… Read More

0 comments:

Post a Comment