By Anonymous October 13, 2015
BD Skin Care
Tips: যাদের
চোখের নিচে কালি পড়ার সমস্যা আছে, তারা শসা চাক করে চোখের
পাতায় ২০-২৫ মিনিট রাখুন। গোল আলুর রসও ব্যবহার
করতে পারেন। এ ছাড়া
বাজারে বিভিন্ন আইকেয়ার জেল পাওয়া যায় তা ব্যবহার
করতে পারেন। মাঝেমধ্যে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে খুব হালকাভাবে চোখ ম্যাসেজ করতে পারেন। চোখকে
বিশ্রাম দিন। দৈনিক অন্তত ছয় ঘটনা ঘুমান এবং প্রচুর পরিমাণে
ভিটামিন ‘এ’ সমৃদ্ধ শাকসবজি ও ফলমূল খান।
0 comments:
Post a Comment