Flag Counter

রোদে পোড়া ভাব দূর করবেন যেভাবে

রোদে পোড়া ভাব দূর করবেন যেভাবে
 
সবার ত্বকের রং এক নয়। মেলানিন নামক রঞ্জক পদার্থের তারতম্যের কারণে এই বৈচিত্র্য ঘটে। রোদে এই মেলানিন বেশি তৈরি হয়। রোদে পোড়ার কারণে ত্বকে এক ধরনের বাদামি ও কালো ছোপ ছোপ দাগ পড়ে। এ দাগ দূর করা কঠিন নয়। ঘরে বসেই তা করতে পারেন।




* টক দই, শশার রস, তিলের তেল একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন।

* দিনে একবার অর্থাৎ রোদ থেকে ফিরে তরমুজের রস লাগাতে পারেন। এক টুকরো নিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন।

* যাদের ত্বকে রোদে পোড়া দাগ বেশি, তারা রাতে ক্যালামাইন লোশন ব্যবহার করুন।

* মধু ও দুই ফোঁটা লেবুর রস, মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ত্বক উজ্জ্বল লাগবে।

* পাকা কলা খুব ভালোভাবে ভর্তা করে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

* আঙ্গুর বা কমলার রস দিয়ে হালকাভাবে ১০ মিনিট ম্যাসাজ করুন।

* তিলের তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন।


মনে রাখুন
ত্বক সুস্থ ও সুন্দর রাখতে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। মৌসুমী ফল খান। দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন। পরিমিত ঘুম দিন। বাইরে বের হওয়ার সময় রঙিন ছাতাটি মেলে ধরতে ভুলবেন না। আশা করা যায় এভাবে ত্বকের সমস্যা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন।

Related Posts:

  • মানসিক চাপ কমায় আলু আমরা প্রায় প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি আলু খেয়ে থাকি। আলুর রয়েছে অনেক পুষ্টিগুণ। আলুতে ভিটামিন 'এ', 'বি' ও 'সি' আছে। এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন 'এ', পটাশিয়াম, আয়রন, অ্যান্টি-অক্সাইড, ফাইবারসহ প্রচুর পরিমাণ… Read More
  • Slim হতে চান? Slim হতে চান সবাই। কিন্তু বহু চেষ্টা করেও যারা ওজন কমাতে পারছেন না, তারা স্বাভাবিকের চেয়ে অনেক স্লিম হতে পারেন পোশাক নির্বাচনের মধ্য দিয়ে। এখানে নিজেকে slim দেখাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রে ৭টি পরামর্শ দেওয়া হলো। … Read More
  • সুন্দর ও আকর্ষণীয় পেশী তৈরি আপনি যদি সুন্দর পেশী তৈরি করতে চান তাহলে প্রতিদিন আপনাকে শরীরচর্চার উপর মনযোগী হতে হবে। শুধু শরীরচর্চার মাধ্যমে সুগঠিত পেশী তৈরি সম্ভব না! আপনাকে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন আপনি রুটিন মাফিক যে সব খ… Read More
  • বিব্রতকর সমস্যা ও কিছু সমাধান ১) পিরিয়ডের সময়ে টয়লেট হ্যাবিট পরিবর্তিত হয় কেন? এ সময়ে শরীরে প্রোস্টাগ্লান্ডিস নামের হরমোন জাতীয় এক ধরণের রাসায়নিক জিনিসে পরিবর্তন আসে। পিরিয়ডের শুরুর দিকে এর কারণে মেয়েদের ইউটেরাস সংকুচিত হতে থাকে এবং এর ফলেই ব্যাথা হত… Read More
  • স্প্রে বাড়াবে যৌন উত্তেজনা! নারীর যৌন ইচ্ছা জাগাতে পুরুষকে আর কাঠখড় পোড়াতে হবে না। সুন্দরীর নজর কাড়তে এবার স্রেফ আঙুলের চাপেই হবে কেল্লাফতে। বাজারে আসছে 'লাভ হরমোন' যুক্ত বিশেষ ন্যাসাল স্প্রে। মেয়েদের যৌন উত্তেজনা বাড়াতে হরমোনের সাহায্যে তৈরি হয়েছে… Read More

0 comments:

Post a Comment