Flag Counter

সুস্থতায় যোগব্যায়াম


শরীরচর্চায় যোগ ব্যায়ামের কোনো বিকল্প নেই। যোগ ব্যায়াম মাংসপেশি বৃদ্ধি না করে সমস্ত শরীরের ওপর প্রভাব ফেলে। এতে রক্ত সঞ্চালন, কোষ ও কলায় পুষ্টি, শ্বাসতন্ত্র, শরীরের বর্জ্য নিষ্কাশন, পরিপাকতন্ত্র প্রভৃতির অভূতপূর্ব উন্নতি ঘটে। নিয়মিত যোগ ব্যায়ামের অভ্যাস মাংসপেশি ভালো রাখে। মেরুদণ্ড ও গ্রন্থিসমূহ কোমল, শক্ত এবং নমনীয় হয়। কারণ সামনে-পেছনে এবং উভয় পাশে শরীরকে নাড়াচড়া করা হয়। যোগ ব্যায়াম গ্রন্থি আর অন্যান্য যন্ত্রকে যেমন পুষ্ট ও সবল করতে পারে, অন্য কোনো ব্যায়াম তেমন করে পারে না।

সন্তুষ্ট হোন শরীর নিয়ে যোগ :
ব্যায়ামের সময় নিজের প্রতি গভীর মনোযোগ দিতে হয় অনেক বেশি। সে কারণে অন্য উপকারের পাশাপাশি যোগ ব্যায়াম করলে শারীরিক গঠন নিয়ে আগের চেয়ে বেশি সন্তোষ ও কম সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। 

খাদ্যাভ্যাসে মনোযোগ :
শরীরের চাহিদা অনুযায়ী সময়মতো খাওয়া-দাওয়া করা হয়। ফলে যোগ ব্যায়াম করলে খাদ্যাভ্যাসে মনোযোগ বাড়ে। এই সময় খাবারের প্রতিটি গ্রাস বা চুমুক এবং সুবাস, স্বাদ ও অনুভূতি উপভোগ্য হয়ে ওঠে।
সুস্থতায় যোগব্যায়াম

ওজন নিয়ন্ত্রণ:
 যোগ ব্যায়ামের মাধ্যমে অর্জিত স্থিরতা-মনোযোগ মানুষকে ক্ষুধা ও ভরপেট অবস্থা সম্পর্কে সংবেদনশীল করে তোলে। ফলে খাবার গ্রহণের ব্যাপারটা ইতিবাচক হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। 

হূিপণ্ডের উপকার:
 রক্তচাপ, রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা কমাতে  যোগ ব্যায়াম সহায়তা করে। এতে হূিপণ্ড ও রক্তনালির জন্য ভালো হয়।

সার্বিক সুস্থতা :
নিয়মিত যোগ ব্যায়াম করলে মাংসপেশির শক্তি ও নমনীয়তা বাড়ে। ধৈর্য বা সহনশীলতাও বৃদ্ধি পায়। পাশাপাশি হূিপণ্ড, ফুসফুস ও রক্তনালি নিরোগ থাকে। এ ছাড়া যোগ ব্যায়ামের সাহায্যে উচ্চ রক্তচাপ, অজীর্ণ, অম্ল, বাত, পিঠেব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, অর্শ, প্লীহা বৃদ্ধি, অ্যাজমা, স্নায়ু সমস্যা, প্রভৃতি রোগ নিয়ন্ত্রণ করা যায়। 


 - See more at:  BD Health Care






Related Posts:

  • বীর্য বেশিক্ষণ ধরে রাখার উপায় ছেলের যদি করার সময় ১০মিনিটের মাথায় বীর্যপাত হয়, সেটি সম্পূর্ণ স্বাভাবিক । একে দ্রুত বীর্যপাত বলা যাবে না । এমনকি ৬-৭ মিনিট ও স্বাভাবিক বলা হয় । আপনি তখনি আপনার এ বিষয় টি নিয়ে চিন্তা করবেন যখন আপনার তার থেকেও… Read More
  • যৌন দূর্বলতা পরিণত বয়সের নারী-পুরুষ অনেকের কাছে যে সমস্যা অনেক সময় প্রকট হয়ে উঠে তা হলো যৌন দূর্বলতা, যার কারণে অনেক সময়ই দম্পতি মানসিক অশান্তিতে ভোগেন। অনেক অবিবাহিত এমনকি যৌন ক্রিয়ায় অংশ গ্রহন করেনি এমন অনেকেও কিন্ত এই সমস্যা … Read More
  • আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে যে খাবারগুলো আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে।কিন্তু যত যাই ব্যবহার করি না কেন ত্বকে তা হয়তো অল্প কিছু সময়ের জন্য উজ্জ্বলতা নিয়ে আসে তারপর বিরক্ত হয়ে যখন আপনি আবার সব রূপচর্চা করা বন্ধ করে দিবেন তখন ত… Read More
  • মুখগহ্বরে অস্বাভাবিক রং মুখের অভ্যন্তরে হাইপার পিগমেনটেশন বা অতিরিক্ত রং কোনো রোগ বা অস্বাভাবকি অবস্থার সংকেত দিয়ে থাকে। পিগমেনটেশন বলতে বোঝায় রং। পিগমেনটেশনের অচলাবস্থা মানবদেহে শুধু মুখ নয় বরং যে কোনো স্থানের ত্বকের রঙের স্বাভাবিক অবস্থা নষ্ট ক… Read More
  • কিশোরীর স্তন বড় হয়ে যাওয়া অনেক সময় কিশোরী বয়সে অর্থাৎ মেয়েদের বয়োসন্ধির সময় স্তন বিশাল বড় হয়ে যেতে দেখা যায়। অনেক মেয়ে প্রথম গর্ভধারনের সময় ও এমন সমস্যায় পরতে পারে। বয়োসন্ধির সময় ইস্ট্রোজেন (Oestrogen) হরমোনের প্রভাবে মেয়েদের স্তন এর … Read More

0 comments:

Post a Comment