Flag Counter

দাঁতের সুরক্ষায় করণীয় কি


সুস্থ দাঁত সুন্দর মাড়ি, কথাটি একেবারেই অযৌক্তিক নয়। সুন্দর হাসির জন্য সুন্দর দাঁত থাকা চাই। আর এ জন্য দাঁতের যত্ন অত্যাবশ্যক। আজকের আয়োজনে থাকছে দাঁত সুস্থ রাখার জন্য করণীয় কিছু পরামর্শ।   সবার আগে খেয়াল রাখতে হবে ঠোঁট যেন ব্যথা না পায়। ঠোঁটের আলাদা গুরুত্ব আছে। কারণ সুন্দর মুখের হাসি দিয়ে বিশ্ব জয় করা যায়, মুখ দিয়ে বিশ্ব জয় করা যায়। যে কারও হাসিই কিন্তু তার ব্যক্তিত্বের পরিচয় বহন করে। এ কারণে মুখের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গটি হলো দাঁত। দাঁতের সুস্থতায় করণীয় কয়েকটি বিষয়ের দিকে নজর দেওয়া যাক -

০. স্বাভাবিকভাবে সামনের দাঁত ভাঙা থাকলে কিংবা সামনের দাঁত না থাকলে দেখতে খারাপ লাগে। অনেকেই জানেন না যে, ভালো চিকিত্সার মাধ্যমে এটি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। নিয়মিত ব্রাশ এবং চিকিত্সকের পরামর্শে আপনার সুস্থ দাঁতে পাবেন সুন্দর হাসি। সামনের দাঁত ফিরে পাওয়ার জন্য ফিক্স ব্রিজ করাতে পারেন।

০. মুখ ও মুখগহ্বরের কীভাবে যত্ন নিতে হয় কিভাবে ওরাল হইজিং মেন্টেন করতে হয় এ সম্পর্কে জানা খুবই জরুরি। মুখ একটা মাত্র উপায় যা দিয়ে শরীরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এ জন্য মুখ গহ্বর পরিষ্কার রাখার সঠিক নিয়ম জানা জরুরি। প্রতিদিন সকালে ও রাতে খাবারের পূর্বে ব্রাশ করে নেবেন। 

সুস্থ দাঁত সুন্দর এর চিত্র ফলাফল

০. দাঁত দিয়ে রক্ত পড়াও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ব্রাশ করার সময় দাঁত থেকে রক্ত পড়লে দ্রুত চিকিত্সকের পরামর্শ নিন। এ সমস্যার কারণ প্রচুর পরিমাণে পাথর জমা। তখন চিকিৎসকের পরামর্শে মাড়িগুলোর পাথর পরিষ্কার করান এবং সুস্থ থাকুন। 

০. মুখে ঘা হলে খাওয়া-দাওয়া করা কঠিন হয়ে যায়। বিশেষ করে শীতকালে ঘাগুলো বেশি দেখা যায়। ঘায়ের গভীরতায় মুখে ক্যান্সার হতে পারে। মুখের ঘা ভিটামিনের অভাব থেকে হয়ে থাকে। চিকিৎসক আপনাকে প্রয়োজনীয় ওষুধ দেবেন যা থেকে আপনি সুস্থ হয়ে উঠবেন। সচেতন হোন সুস্থ থাকুন।

 ০. আপনার বাচ্চাকে নিয়ে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক। ৪ মাস বয়স থেকে যখন দাঁত উঠতে থাকে তখন থেকেই বাচ্চার সুস্বাস্থ্যে চিকিত্সকের পরামর্শ নিন। বাচ্চাদের দুধের বোতল দেবেন না। ফিডারে দাঁত নষ্ট হওয়ার এসিড ফরমেন্টেশন থাকে। এসিড ফরমেন্টেশন হলেই দাঁত গলে যায়।


 - See more at:  BD Health Care


Related Posts:

  • যোনিপথ Tight করুন ঘরে বসে সেক্সের সময় যদি নারী পুরুষ উভয়ই আনন্দ না পান তাহলে সেক্স করার সকল মজাই বিফলে চলে যেতে পারে। নারীর কাছে যেমন পুরুষের শক্ত লম্বা এবং মোটা যৌনাঙ্গ সমাদৃত তেমনি পুরুষও চায় বড় দুধের টাইট যোনির মেয়ের সাথে সেক্স করতে। কি… Read More
  • হস্তমৈথুনের কারণে কি রোজা ভঙ্গ হবে প্রশ্ন: রমজানের দিনের বেলায় কু-অভ্যাস এর কারণে কি রোজা ভঙ্গ হবে; যদি বীর্যপাত না হয়? উত্তর : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হস্তমৈথুন (কু অভ্যাস) রোজা ভঙ্গের কারণ। যে ব্যক্তি হস্তমৈথুন করেছে তাকে সেদিনের রোজা কাযা কর… Read More
  • Slim Figure রহস্য সারাদিন ব্যস্ত থাকেন, ব্যায়াম কিংবা ডায়েট করার সময় নেই। ফলে হু হু করে বেড়ে চলেছে ওজন! আপনিও কি এই সমস্যায় আক্রান্ত? যদি তাই হয় তবে জেনে রাখুন, সন্ধ্যা ও রাতের সময়টায় মাত্র ৪টি সহজ কাজ করেই কমাতে পারবেন বাড়তি ওজন। বাড়তি কোন… Read More
  • যৌন দূর্বলতা যৌন দূর্বলতা আজ আমাদের সমাজে একেবারেই একটি সাধারণসমস্যা হয়ে দাড়িয়েছে। যথাযথজ্ঞান না থাকার কারণে অনেকতরুণরাও নিজেদের যৌনতায় দুর্বলভেবে থাকেন। কিন্তু দেখা যায় বিবাহিত জীবনে বাংলাদেশে অধিকাংশ পুরুষই যৌন দূর্বলতা সমস্যায় আক… Read More
  • বীর্য ঘন করার উপায় অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বীর্য ঘন করার উপায় সম্পর্কে। অনেকে আবার ওষুধ খেয়ে ঘন করতে না পেরে অতিষ্ঠ । তারা জানতে চান আসলেই কি বীর্য ঘন করার কোন উপায় আছে কিনা! হাঁ প্রাকৃতিক কিছু জিনিস যা আমদের হাতের কাছেই প… Read More

0 comments:

Post a Comment