Flag Counter

স্প্রে বাড়াবে যৌন উত্তেজনা!


নারীর যৌন ইচ্ছা জাগাতে পুরুষকে আর কাঠখড় পোড়াতে হবে না। সুন্দরীর নজর কাড়তে এবার স্রেফ আঙুলের চাপেই হবে কেল্লাফতে। বাজারে আসছে 'লাভ হরমোন' যুক্ত বিশেষ ন্যাসাল স্প্রে। মেয়েদের যৌন উত্তেজনা বাড়াতে হরমোনের সাহায্যে তৈরি হয়েছে বিশেষ এই স্প্রে। চলতি কথায় 'লাভ হরমোন' বা অক্সিটোসিন। স্বাভাবিক অবস্থায় মস্তিষ্কে এই হরমোনের ক্ষরণেই নারী-পুরুষের মনে পারস্পরিক প্রেমের উত্‍পত্তি হয়। এবার কৃত্রিম অক্সিটোসিন ব্যবহার করে অসাধ্য সাধন করেছেন রসায়নবিদরা। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমনই এক নাকে দেওয়ার স্প্রে আবিষ্কার করেছেন যা পুরুষের প্রতি নারীদের আকৃষ্ট করতে সক্ষম। বছর কুড়ির মোট ৪৬ জন নারীর উপর এই স্প্রে পরীক্ষা করে হাতেনাতে ফল মিলেছে। এই স্প্রে-তে রয়েছে সিন্টোসাইনন নামে এক কৃত্রিম অক্সিটোসিন। তবে শুধু মাত্র যৌন উত্তেজনা সৃষ্টি করাই নয়, অক্সিটোসিনের ক্ষরণে মা ও শিশুর মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এমনকি গর্ভবতীর স্তনে নবজাতকের একমাত্র খাদ্য মায়ের দুধও তৈরি হয় এই হরমোনের উপস্থিতিতেই। তবে গবেষকদের দাবি, নারীর যৌন ইচ্ছা জাগাতে শুধু একটি ক্ষেত্রেই অক্সিটোসিন সমৃদ্ধ এই ন্যাসাল স্প্রে ব্যর্থ। কী সেটা? গবেষকরা বলছেন, যে সমস্ত নারী নিয়মিত গর্ভ নিরোধক পিল খান, তাঁদের ওপর ওষুধটি একেবারেই কাজ করে না।

 বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ



 - See more at: BD Health Care



Related Posts:

  • যৌনাঙ্গ নিয়ে কিছু কথা মহিলাদের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের বাইরে পুরুষের চেয়ে নারীর ব্যক্তিগত কিছু যৌনাঙ্গ রয়েছে, প্রথমত এটি হচ্ছে স্তন বা ব্রেস্ট নারীর স্তন যুগল এক সাথে নারীর ত্বকে ফুটিয়ে তোলার পাশাপাশি এটি যৌন জীবনে এবং মাতৃত্ব কালীন সময়ে ব… Read More
  • লিভারকে সুস্থ রাখবে লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির লিভারের ওজন ৩ পাউন্ড। দেহের এই লিভার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। যেমন- হজম শক্তি, মেটবলিজম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহে পুষ্… Read More
  • আকার কি পরিবর্তন করা যায়? দি কাউকে প্রশ্ন করা হয় – “আপনি কি আপনার লিঙ্গ লম্বা করতে চান?” প্রায় সবাই উত্তরে বলবে “অবশ্যই চাই!” যাই হোক, প্রায় একশত বছরের বেশি সময় ধরে এর জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা অথবা চেষ্টা করেও লিঙ্গের আকার পরিবর্তনে তেমন … Read More
  • সুন্দর ও আকর্ষণীয় পেশী তৈরি আপনি যদি সুন্দর পেশী তৈরি করতে চান তাহলে প্রতিদিন আপনাকে শরীরচর্চার উপর মনযোগী হতে হবে। শুধু শরীরচর্চার মাধ্যমে সুগঠিত পেশী তৈরি সম্ভব না! আপনাকে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন আপনি রুটিন মাফিক যে সব খ… Read More
  • বিব্রতকর সমস্যা ও কিছু সমাধান ১) পিরিয়ডের সময়ে টয়লেট হ্যাবিট পরিবর্তিত হয় কেন? এ সময়ে শরীরে প্রোস্টাগ্লান্ডিস নামের হরমোন জাতীয় এক ধরণের রাসায়নিক জিনিসে পরিবর্তন আসে। পিরিয়ডের শুরুর দিকে এর কারণে মেয়েদের ইউটেরাস সংকুচিত হতে থাকে এবং এর ফলেই ব্যাথা হত… Read More

0 comments:

Post a Comment