Flag Counter

মুখগহ্বরে অস্বাভাবিক রং



মুখের অভ্যন্তরে হাইপার পিগমেনটেশন বা অতিরিক্ত রং কোনো রোগ বা অস্বাভাবকি অবস্থার সংকেত দিয়ে থাকে। পিগমেনটেশন বলতে বোঝায় রং। পিগমেনটেশনের অচলাবস্থা মানবদেহে শুধু মুখ নয় বরং যে কোনো স্থানের ত্বকের রঙের স্বাভাবিক অবস্থা নষ্ট করে। চর্ম বা ত্বক মেলানিন নামক পিগমেন্ট থেকে রং পায়। মুখের পিগমেনটেশন বলতে বোঝায় মুখগহ্বরের ওরাল মিউকোসার স্বাভাবিক গোলাপি রঙের পরিবর্তন। পিগমেন্ট বেশি উৎপন্ন হওয়ার কারণে মুখের অভ্যন্তরে গাঢ় দাগের সৃষ্টি হয়। ওরাল পিগমেনটেশন মুখের অভ্যন্তরে যে কোনো স্থানে হতে পারে। নিভাস বলতে বোঝায় জন্মদাগ, যা এই পিগমেনটেশনের কারণে হয়। মুখের অভ্যন্তরে মিউকাস মেমব্রেনের গোলাপি রং পরিবর্তন হয়ে হালকা বাদামি থেকে নীলাভ কালো হতে পারে, যদি পিগমেনটেশন হয়। রেসিয়াল পিগমেনটেশন স্বাভাবিক। এ ছাড়া বিভিন্ন রোগে রঙের পরিবর্তন বা পিগমেনটেশন হতে পারে। যেমন:

 ক. এডিসনস ডিজিজ
 খ. নেলসনস সিনড্রোম 
গ. এইচআইভি রোগ
 ঘ. ক্যান্সারজনিত রোগ মিলানোমা এবং ক্যাপোসিস সারকোমা 
ঙ. নিউরোফাইব্রোমেটোসিস
চ. বদভ্যাসগত ধূমপান 
মুখগহ্বরে অস্বাভাবিক রং এর চিত্র ফলাফল
Add caption



অ্যামালগাম টাট্টু-দাঁতের স্থায়ী ফিলিং করার সময় মারকারি বা পারদ যদি মিউকাস মেমব্রেনে লেগে থাকে তাহলে সেখান থেকে এমালগাম টাট্টুর উৎপত্তি হতে পারে জ. সফট প্যালেট বা তালুর রঙের অস্বাভাবিকতা খুব কম ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের সময় দেখা যায় ঝ. মিনোসাইক্লিন জাতীয় টেট্রাসাইক্লিন দীর্ঘদিন সেবন করলে ঞ. বিভিন্ন ধাতব পদার্থ বা মেটালের বিষক্রিয়া_ বিসমাথ, মারকারি বা পারদ, লেড বা সিসা এবং সিলভারের বিষক্রিয়া মুখের অভ্যন্তরে দাগ সৃষ্টি বা রঙের পরিবর্তন ঘটাতে পারে। অতএব, আপনার মুখের অভ্যন্তরে স্বাভাবিক বা অস্বাভাবিক রঙের পরিবর্তন দেখা দিলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

- See more at: BD Skin Care



Related Posts:

  • ভার্জিন শরীর পুরুষদের আড্ডায় প্রেম, ছ্যাকা, স্বপ্ন, বিয়ে, রগরগে জোকস, হেঁড়ে গলায় গান… থাকবে না, তা তো হয় না। এমনি এক মধ্যরাতের আড্ডায় পুকুর ঘাটে ১০-১২জন বন্ধু মিলে মশগুল ছিলাম। অবিবাহিত এক বন্ধুকে হঠাৎ জিজ্ঞাস করলাম, বিয়ে করছিস কবে? … Read More
  • নাক ডাকা দূর করার উপায় নাক ডাকার সমস্যা আপাত দৃষ্টিতে খুব বেশি ক্ষতিকর মনে না হলেও এটি আসলে বেশ খারাপ একটি সমস্যা। এটিকে হৃদরোগের লক্ষণ হিসেবে ধরা হয়ে থাকে। এছাড়া এই নাক ডাকার সমস্যা যে বেশ বিরক্তিকর ও বিব্রতকর, তা নতুন করে বলে দিতে হয় না। … Read More
  • হেপাটাইটিস থেকে বাঁচুন যকৃত তথা লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। মানুষের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় লিভার অত:প্রত ভাবে জড়িত। আমরা প্রতিদিন যা খাই তা হজম হয়ে রক্তে প্রবেশের আগে লিভারের মধ্য দিয়ে যেতে হয়। সে হিসেবে লিভারের কাজ অনেকটা প… Read More
  • যৌন দূর্বলতা যৌন দূর্বলতা আজ আমাদের সমাজে একেবারেই একটি সাধারণসমস্যা হয়ে দাড়িয়েছে। যথাযথজ্ঞান না থাকার কারণে অনেকতরুণরাও নিজেদের যৌনতায় দুর্বলভেবে থাকেন। কিন্তু দেখা যায় বিবাহিত জীবনে বাংলাদেশে অধিকাংশ পুরুষই যৌন দূর্বলতা সমস্যায় আক… Read More
  • বীর্য ঘন করার উপায় অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বীর্য ঘন করার উপায় সম্পর্কে। অনেকে আবার ওষুধ খেয়ে ঘন করতে না পেরে অতিষ্ঠ । তারা জানতে চান আসলেই কি বীর্য ঘন করার কোন উপায় আছে কিনা! হাঁ প্রাকৃতিক কিছু জিনিস যা আমদের হাতের কাছেই প… Read More

0 comments:

Post a Comment