সাধারণত কোনো গেট টুগেদার কিংবা জমকালো অনুষ্ঠান ছাড়া হালকা সাজই যথেষ্ট। সময়টা এখন শীতের শেষভাগ। এ সময়টা পার্টি কিংবা যে কোনো হালকা সাজে আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন অনায়াসেই। এ ছাড়া সাজসজ্জার বিভিন্ন উপকরণ আপনার স্বাভাবিক সৌন্দর্যকে যেমন আড়াল করে তেমনি আপনার ব্যাগটাকে ভারী করে তোলে। সাজের ক্ষেত্রে হালকা ধরনের মেকআপই আপনাকে অনন্য সাধারণ করে তুলবে। আর যারা নিয়মিত ত্বক এবং চুলের যত্ন নেন তাদের জন্য তো কোনো চিন্তাই নেই। বলছিলেন ওমেন্স ওয়ার্ল্ডের রূপবিশেষজ্ঞ ফারনাজ আলম।
প্রচলিত সাজের হালকা মেকআপের ক্ষেত্রে তিনি বলেন, ‘শুধু মুখটা ভালো করে ধুয়ে হালকা একটু ফেস পাউডার, কাজল আর হালকা রঙের লিপস্টিক যথেষ্ট। পার্টি আমেজ আনতে চিরচেনা কাজলই একটু গাঢ় করে আপনার সুন্দর চোখে বুলিয়ে নিন। আপনার পোশাকের সঙ্গে মিল রেখে নানা রঙের পেনসিল ব্যবহার করতে পারেন। কিন্তু সবার আগে লক্ষ্য রাখবেন কোন রং আপনাকে মানায়। চোখের বাইরে কাজল দিলে মাশকারা ও আইলাইনার না দিলেও চলবে। তবে অনুষ্ঠান যদি রাতের হয় তবে মাশকারা ও আইশ্যাডো ব্যবহার করুন। আপনার পোশাকের রঙের আইশ্যাডো ব্লেন্ড করেও দিতে পারেন।
ভ্রু পেন ব্যবহার করে নিন নিজস্ব স্টাইলে। লিপস্টিকের ক্ষেত্রে প্রথমে একই রঙের লিপলাইনার দিয়ে ঠোঁট সুন্দর করে এঁকে নিয়ে লিপস্টিক দিয়ে ভরাট করে দিন। আপনি যদি গ্লসি পছন্দ করেন তবে এর উপরে নরমাল কালারের লিপগ্লস ব্যবহার করুন। গেট টুগেদার কিংবা হালকা সাজে নিজেকে সাজাতে প্রথমে দরকার নিজের সুন্দর ত্বক। হালকা সাজে নিজেকে লাবণ্যময় করে তুলতে ফারনাজ আলম দিয়েছেন কিছু টিপস।
০. ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। নিয়মিত ফেসিয়াল করুন।
০. ত্বক সুন্দর থাকলে ভারী মেকআপের প্রয়োজন পড়ে না। বাইরে বেরোনোর আগে টিন্টেড ময়েশ্চারাইজার বা বিউটি বেনিফিট ক্রিম ব্যবহার করতে পারেন।
০. ফেস পাউডার ব্যবহার করে হালকা দাগগুলো ঢাকতে পারেন। আপনার ভ্রু যুগল চোখের সৌন্দর্য বজায় রাখে।
০. নিয়মিত থ্রেডিং আর প্লাকিংয়ের মাধ্যমে ভ্রু জোড়ার সুন্দর শেপ বজায় রাখবেন। শুধু বাইরে যাওয়ার আগে একটু আইভ্রু পেনসিলের ছোঁয়া দিন।
০. আপনার এই অল্প সাজ আপনার সুন্দর চোখ জোড়াকে আরও নজরকাড়া করে তুলবে। চোখের পাতায় হালকা রঙের ছোঁয়া, চোখের নিচে হালকা কাজলের প্রলেপ দিন, গাঢ় কোনো আইশ্যাডো ব্যবহার না করাই ভালো।
০. ন্যাচারাল, ক্লিয়ার, নুড বা হালকা গোলাপি, অরেঞ্জ কালার লিপগ্লস বা লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙিয়ে নিতে পারেন। ০. দিনের বেলায় কোনো অনুষ্ঠানে যেতে হলে এই সাজের সঙ্গে চোখের পাতায় হালকা একটু মাশকারা আর গালে বুলিয়ে নিন ব্লাশন।
আপনার নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, পোশাক ও নিজেকে উপস্থাপনের মধ্যেই আপনার আসল সৌন্দর্য নির্ভর করে। নিজেকে একটু যত্ন নিয়ে হালকা সাজেই আপনি হয়ে উঠবেন অপরূপা।
- See more at: BD Skin Care