Flag Counter

ঘরোয়া উপাদানে শরীরের যত্ন

. ছোট এলাচ, খেজুর , আঙ্গুর একসঙ্গে পিষে মধু
মিশিয়ে খেলে হাঁপানির কষ্ট কমে

. কাচা হলুদ গরম করে গন্ধ শুকলে সর্দি-কাশির
সমস্যা দূর হয়
  . প্রতিদিন একটি করে পাকা টমেটো খেলে শরীরের
রক্তকণিকা বাড়ে, ফলে ত্বক পরিষ্কার হয়

. জিভে ঘা হলে, পানির সঙ্গে কপূর গুলে জিভ
কয়েকদিন ধুলে ঘা ভাল হয়

.  ডায়াবেটিস কমাতে কাচা ঢেঁড়স
পানিতে ভিজিয়ে এর আঠালো পানি সকালে খান,
ইনশা আল্লাহ উপকার পাবেন


.কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,
কালা দাগতো উঠবেই
সাথে ঠোটে গোলাপী ভাব
আসবে

.কনুইয়ের কালো দাগ দূর করতে  লেবুর খোসায় চিনি
 
দিয়ে ভালো করে ঘষুন  চলে যাবে

.ব্রনের উপর রসুনের
কোঁয়া ঘষে নিন, তাড়াতাড়ি মিলিয়ে
যাবে গ্যারান্টি

. পেডিকিউর মেনিকিউর আপনার
কাছে ঝামেলা লাগে?
আরে আমি আছি না? আজ থেকে যখনই আপেল খাবেন
তখনই আপেলের খোসাটা
 
হাত পায়ে ঢলে নিন
ফর্সা হবে পরিস্কার হবে।

১০.পায়ের গোড়ালী ফাটলে,পেয়াজ বেটে প্রলেপ দিন
ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলায় যেতে হবেনা

১১.প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত
মাজেন কুলি করেন তবুও
মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় ? ব্যাপার না,
 
নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি
পেতে টানা দুইমাস
নিয়মিত দুই কোঁয়া
করে কমলালেবু খান । 

Read more: BD Skin Care

Related Posts:

  • ত্বকের যত্ন আপনার যা জানা উচিত আমরা একজন মানুষের বয়স, স্বাস্থ্য ইত্যাদি বুঝতে চেষ্টা করি তার মুখের দিকে তাকিয়ে। পারিপার্শ্বিক অবস্থা এবং বয়সের ভারে মানুষের মুখে ক্লান্তিবোধ এবং বয়সের ছাপ পড়ে। বয়সের জন্যে ত্বক কুঁচকে যায় এবং মুখে বলি রে… Read More
  • ৭টি আয়ুর্বেদিক উপায় ত্বক পরিস্কারের জন্য কাঁচা দুধ মুখের ত্বকের উপরিভাগ ও রোমকূপের গোড়া পরিস্কার করার সব চাইতে প্রাচীন পদ্ধতি হলো কাঁচা দুধ। ত্বকের উপরিভাগ ও রোমকূপের গোড়ার ময়লা যা চোখে ধরা পড়ে না এবং ফেসওয়াস দিয়েও পরিষ্কার করা যায় না, তা দূর… Read More
  • মস্তিষ্ক তরুণ রাখতে ব্যায়াম ৬৪ থেকে ৭৫ বয়সি পুরুষদের নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, শারীরিক ভাবে দুর্বল পুরুষের চাইতে যারা বেশি সবল তাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বেশি। তরুণ বয়সে মস্তিষ্কের যেসব অংশ ব্যবহৃত হয়, এই বয়সেও তারা সেসব অংশই ব্যবহার করেন। গ… Read More
  • ছেলেদের ত্বক চর্চা একটা সময়ে সৌন্দর্য চর্চা ছিল শুধুই মেয়েদের অধিকারে। কিন্তু কালের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছুই। বর্তমানে সৌন্দর্য চর্চার বিষয়ে ছেলেরাও সমান সচেতন। আর তাই ভীড় বাড়ছে জেন্টস পার্লারগুলোতে। কেন নয়? সজীব আর প্রানবন্ত থাকতে ত্বকে… Read More
  • প্রাকৃতিক উপাদান দিয়ে মুখ, হাত ও পায়ের যত্ন প্রাকৃতিক উপাদান দিয়ে মুখ, হাত ও পায়ের যত্ন। প্রয়োজনীয় টিপস: নখ ফাইল করা হয়ে গেলে আবার পানি দিয়ে ধুয়ে মুছে নিন। এবার বাফার দিয়ে নখের ওপরে লেগে থাকা ময়লা ঘষে পরিষ্কার করুন। এতে হলদে ভাব দূর হবে এবং উজ্জ্বলতা বাড়… Read More

0 comments:

Post a Comment